যে দুই আসনে নির্বাচন করছেন শেখ হাসিনা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত। আজ রোববার দলীয় প্রার্থীদের অনানুষ্ঠানিক মনোনয়ন প্রাপ্তির চিঠি দেয়া হয়েছে।

এবার দুটি আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাজোটের এ শীর্ষ নেত্রী গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

আজ সকালে তার পক্ষে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মূলত রংপুরের পীরগঞ্জ আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন। আর গোপালগঞ্জ-৩ আসন বঙ্গবন্ধুর জন্মস্থান। এ দুটি আসনে বহুদিন ধরে তিনি নির্বাচন করে আসছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে এমপি হয়েছিলেন শেখ হাসিনা।

আর নবম সংসদ নির্বাচনে শেখ হাসিনা যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেগুলো হল-গোপালগঞ্জ-৩, রংপুর-৬ ও বাগেরহাট-১।

তার আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা লড়েন চারটি আসনে। এগুলো হল-গোপালগঞ্জ-৩, বাগেরহাট-১, নড়াইল-২ ও রংপুর-৬। এর মধ্যে ওই নির্বাচনে প্রথম তিনটিতে জয়লাভ করেন তিনি।

১৯৯৬ ও ১৯৯১ সালের একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ সভাপতি। এর মধ্যে যে আসনগুলোতে তিনি জিতেছেন, তার মধ্যে গোপালগঞ্জ-৩ আসন রেখে বাকিগুলো ছেড়ে দেন।

হেভিওয়েটদের মধ্যে নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী রংপুরের একটি আসন থেকে নির্বাচন করছেন।

আজ ২৩০ আসনে প্রার্থীদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ। দলটি বলছে- এ চিঠি চূড়ান্ত তালিকা নয়। আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে সব আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হবে। দল ও মহাজোট থেকে কারা নির্বাচন করবেন, সেটি কালই স্পষ্ট হবে।

পূর্ববর্তী নিবন্ধচিঠির সঙ্গে নেয়া হচ্ছে ‘উইথড্রল লেটার’
পরবর্তী নিবন্ধবাদ পড়লেন এরশাদের জামাই বাবলু