পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদুতে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এছাড়া এ ঘটনায় বান্দরবানে আধাবেলা হরতাল চলছে।
হরতালে রোববার সকাল থেকে জেলা শহরে কোনো দোকানপাট খোলেনি। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরের অভ্যন্তরে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করলেও পরে রাঙ্গামাটিতে সকাল-সন্ধা ও বান্দরবানে আধাবেলা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়া হয়। খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত গত ১ জুন শুক্রবার রাঙ্গামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পেশায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন যাত্রী নিয়ে লংগদু থেকে দীঘিনালায় যায়।
ওই দিনে দুপুরে দীঘিনালার চারমাইল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্ধ বাঙালীদের মিছিল থেকে ২ জুন উপজেলার তিনটিলা, বাইট্টাপাড়া ও মানিকজোড়ছড়া এলাকায় পাহাড়ীদের ২১৩টি পরিবারের বসত, ৮টি দোকান ও একটি পাড়াকেন্দ্র পুড়িয়ে দেয়া হয়।
এ ঘটনায় এই পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করে জেলহাজাতে পাঠানো হয়েছে।