যুবদলের সম্পাদক সালাহউদ্দিন টুকু কারাগারে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

ঢাকার অপরাধতথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে টুকুকে হাজির করে তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

অপরদিকে এ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন টুকুর আইনজীবী সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে বিচারক মামলার মূল নথি না থাকায় আগামী ২০ জুন রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারণ করে টুকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১২টার দিকে টুকুকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, টুকুকে পুলিশ গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেছে। টুকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআমরা কোনো কিছুতেই ছাড় দেই নি: ট্রাম্প
পরবর্তী নিবন্ধএক মাসের মধ্যে হলি আর্টিসান মামলার চার্জশিট: ডিএমপি কমিশনার