নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
যুক্তরাস্ট্রের মিশিগান সিটির জীবন ছেড়ে ৮ বছর ধরে মাটির টানে মাটিয়ান হাওরে চাষাবাদের জন্য চলে আসেন তাহিরপুরের কৃষক ইকবাল হোসেন তালুকদার। ২০০৯ সালের মধ্যভাগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের কৃষক ইকবাল হোসেন ছেলে মেয়েদের উন্নত জীবন ও শিক্ষা নিশ্চিতের জন্য পাড়ি জমান আমেরিকার মিশিগান সিটিতে। দেশের বাড়িতে রেখে যান বিপুল পরিমান কৃষি জমি। কিন্তু উন্নত জীবনের হাতছানি ইকবালকে মিশিগান সিটিতে আটকে রাখতে পারেনি। বছরের ২/৩ মাস পরিবারের সঙ্গে মিশিগান সিটিতে অবস্থান করলেও ফসল রোপনের সময় ফিরে আসেন রতনশ্রী গ্রামে। এসেই শুরু করে বিশাল বোরো চাষাবাদের বিশাল কর্মযজ্ঞ। ৬ মাস মেয়াদী কামলা (কৃষি শ্রমিক) থেকে দৈনিক অর্ধশতাধিক শ্রমিক রেখে শুরু করেন কৃষি কাজ। চারা জমিতে ধানের বীজ বপন থেকে শুরু করে চাষাবাদ, জমিতে ধান চারা রোপন, সেচ, সার, কীটনাশক সবই তার সরাসরি তত্ত্বাবধানে হয়। সর্বশেষ জমি থেকে ধান কেটে মাড়াই ও গোলায় তোলা পর্যন্ত সকল কাজ তিনি নিজে উপস্থিত থেকে শেষ করেন। বেশির ভাগ প্রবাসী উন্নত দেশের আরাম আয়েশ ও বিলাসী নিরাপদ জীবন ছেড়ে দেশে আসতে চান না তখন ইকবাল হোসেন চলে আসেন নাড়ী টানে দেশের পানে। হাওরের বুকে চির সবুজের হাসি ফোঁটাতে। স্থানীয়রা তার কাজকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা জানান, সকল প্রবাসী যদি এরকম হতো তাহলে কৃষিখাতে দেশ আরও এগিয়ে যেতো। রতনশ্রী গ্রামের মৃত আফতাব মিয়া তালুকদারের দুই ছেলে ও ছয় মেয়ের মধ্যে ইকবাল দ্বিতীয় তিনি তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠশালা ও তাহিরপুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পরীক্ষায় অংশ গ্রহন করেন। কিন্তু কৃতকার্য হতে পারেননি। শৈশবে তিনি পিতৃহারা হওয়ায় পরিবার ও সংসার সামলানোতে ব্যস্ত হয়ে পড়েন। তবে পুঁথিগত বিদ্যা আয়ত্ত করতে না পারলেও শৈশবে বাবার কাছ থেকে জমি চাষাবাদের বিদ্যা ভালোভাবেই রপ্ত করে ছিলেন। প্রয়াত বাবার হাত ধরে তিনি কৃষিতে এনেছেন সমৃদ্ধি। ব্যক্তিগত জীবনে তিনি ৩ সন্তানের জনক। ১ ছেলে ও ২ মেয়ে মায়ের সঙ্গে মিশিগান সিটিতে থাকে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে ও মেয়ে লেখাপড়া করছে মিশিগানে। রতনশ্রী গ্রামের এক পাশে বয়ে চলেছে বৌলাইনদী ও অন্যপাশে মাটিয়ান হাওর। এ হাওরে কম খরচে বেশি ধান উৎপন্ন হয়। ইকবাল হোসেনের পরিবার এলাকার একটি ঐতিহ্যবাহী ধনাঢ্য পরিবার। শুরুতে জলমহালের (ফিসারি) ব্যবসার সঙ্গে জড়িত ছিল তাদের পরিবার। তখন মাছের উৎপাদন বেশি হওয়ায় বেশ লাভবান হন তারা। পরে এক সময় কৃষিতে মনোযোগী হন। গড়ে তুলেন ১৮ হাল (২১৬ কেয়ার) জমির কৃষি খামার। প্রতি বছর তাদের পরিবার ২হাজার মণ ধান উৎপাদন করে থাকেন। ৫/৬ বার ফসল ডুবির ঘটনার পরও ইকবাল জমি চাষাবাদ ছাড়েন নি। একবার ক্ষতিগ্রস্ত হলেও পরের বার আবারও চাষাবাদে নেমে পড়েন। প্রকৃতি বিরুপ হলেও তিনি কৃষির প্রতিবিরূপ নন। তবে তিনি শ্রমিক বান্ধব মানুষ হওয়ার সুবাধে তার কাজে শ্রমিকের কোন অভাব হয় না। চাষাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শ্রমিকের প্রতিটি কাজ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন। অন্যদিকে শ্রমিকের চাহিদামতো মজুরী প্রদানে তার কোন দ্বিধা নেই। তাই হাওর এলাকায় বোরো চাষাবাদের সময় শ্রমিকের আকাল দেখা গেলেও তিনি অনায়াসে শ্রমিক পেয়ে যান। এলাকার অনেক বড়ো কৃষক বারবার ফসলহানির ঘটনায় পেশা পরিবর্তন করলেও তিনি কৃষিতে অনঢ় অবস্থানে রয়েছেন। কৃষি উপকরন সার বীজ কীটনাশক, শ্রমিকের মুজুরীসহ সকল কৃষিপন্যের দাম বেড়ে যাওয়া উৎপাদন খরচও অনেকটা বেড়ে গেছে। ইকবাল হোসেন বলেন, পরিবারের লোকজনের তাগিদে অনিচ্ছা সত্বেও তাকে সুদূর আমেরিকা পাড়ি জমাতে হয়। কিন্তু তার মন পড়ে থাকে বাংলাদেশে। পারিবারিক জীবনে যথেষ্ট সম্পদ রয়েছে তার। সংসারে কোন কিছুর অভাব নেই। তবুও তাকে আমেরিকা যেতে হয়েছে। তাই প্রতি বছর ফসল চাষাবাদের সময় তিনি দেশে ফিরে এসে জমি চাষাবাদ করেন আবার সোনালী ফসল গোলায় তুলে আবার ফিরে যান। প্রতিবছর তাকে এজন্য দেড় লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় তাতেও কোন দুঃখ নেই তার। যতদিন বেঁচে থাকবেন মা মাটির টানে চাষাবাদের কাজ চালিয়ে যাবেন। তিনি আরও বলেন আমেরিকার চাষীরা এক ইঞ্চি জায়গাও পতিত রাখে না। অথচ হাওর এলাকায় এখনো পতিত জমির কোন অভাব নেই। সুযোগ পেলে তিনি পতিত জমি চাষাবাদের জন্য আলাদা একটি প্রকল্প গ্রহন করবেন। সহকারি শিক্ষক গোলাম সারোয়ার লিটন বলেন, প্রবাসীরা উন্নত দেশে গেলে আর এদেশে আসতে চায় না কিন্তু ইকবাল হোসেন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রতিবছর চাষাবাদের সময় এসে ঠিক হাজির হন। বিষয়টি এলাকাবাসী ইতিবাচক ভাবে দেখেন। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, দীর্ঘ ৮ বছর যাবৎ সুদুর যুক্তরাস্ট্রের মিশিগান থেকে এসে তিনি জমি চাষাবাদ করেন। এরকম দৃষ্টান্ত আর কোথাও আছে বলে তার জানা নেই।