আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলির ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। লোয়া অঙ্গরাজ্যে স্থানীয় সময় সোমবার একটি হাই স্কুলের বাইরে এই ঘটনা ঘটেছে। খবর এএফপির।
এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘটনার পর পরই ইস্ট হাই স্কুলে পৌঁছান পুলিশ কর্মকর্তা এবং উদ্ধারকারী কর্মকর্তারা। অঙ্গরাজ্যের রাজধানীর কেন্দ্রেই ওই স্কুলটি অবস্থিত।
স্কুলে গুলির ঘটনার সময় পুলিশের কাছে বেশ কয়েকটি ফোনকল আসে। সে সময় তারা জানতে পারেন যে, বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা একজনের মরদেহ এবং আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহতদের পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এক বিবৃতিতে জানানো হয়েছে, একটি চলন্ত গাড়ি থেকে হামলা চালানো হয়েছে। সে সময় হামলার শিকার হওয়া শিক্ষার্থীরা স্কুল ভবনের বাইরে ছিলেন।
হামলার ঘটনার পর সাময়িকভাবে স্কুলটি বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। কয়জনকে আটক করা হয়েছে সে বিষয়টিও পরিষ্কার নয়।