পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে ১১ বাংলাদেশি অভিবাসীকে জোর করে বহিষ্কার করা হয়েছে।
বুধবার ভোরে তাদের অ্যারিজোনার ডিপোর্টেশন কেন্দ্র থেকে বাংলাদেশগামী বিশেষ ফ্লাইটে তুলে দেয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির বলি ১১ ব্যক্তির মধ্যে রয়েছেন- সেলিম আহমেদ, মোজাম্মেল হক, করিম চৌধুরী, মুজিবুর রহমান, বাবলু শরিফ, মোহাম্মদ বাদল রনি, মোহাম্মদ ফরিদুল মওলা, মনিরুল ইসলাম, নাসরিন চৌধুরী, মোহাম্মদ আম্বিয়া ও খায়রুল আম্বিয়া।
তাদের মধ্যে ১০ জনই নিউইয়র্কে বসবাস করতেন।
এদিকে অ্যারিজোনার ফ্লোরেন্স কারেকশন সেন্টারে দুই নারীসহ আরও ২৭ বাংলাদেশি জোরপূর্বক বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ব্যক্তিদের স্বজনরা অভিযোগ করেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ দ্রুত পাসপোর্ট দিয়ে মার্কিন অভিবাসন বিভাগকে সহযোগিতা করেছে। এতে ভুক্তভোগী অভিবাসী ও তাদের পরিবার আইনের সাহায্য নেয়ার আগেই বিতাড়ন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে।