শুক্রবার বেলা ১১ টার কিছুক্ষণ পরে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির বয়স ৩০ এর কোঠায়। তিনি কালো প্যান্ট এবং ধূসর রঙ্গের সুয়েটশার্ট পরা ছিলেন।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, পার্লামেন্টের ক্যারিজ ফটক থেকে নিউ প্যালেস ইয়ার্ডের মাঝামাঝি জায়গায় এক ব্যক্তির সন্দেহজনক তৎপরতা খেয়াল করে পুলিশ কর্মকর্তারা। এই জায়গাতেই গত ২২ মার্চ সন্ত্রাসবাদী খালিদ মাসুদের ছুরিকাঘাতে পিসি কেইথ পালমার নিহত হয়েছিলেন।
পুলিশ জানায়, ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে কর্মকর্তারা। এই সময় ওই ব্যক্তি ছুরি বের করলে পুলিশ টেজার ছুড়ে (এক ধরনের অস্ত্র যার মাধ্যমে ইলেক্ট্রিক শক দিয়ে কাউকে অবশ করা যায়) ধরাশয়ী করে।
এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানায় পুলিশ। তারা এ ঘটনাকে প্রাথমিকভাবে সন্ত্রাসবাদ সংক্রান্ত কোনো ঘটনা বলে বিবেচনা করছে না।
ওই ব্যক্তিকে আটকের পরপরই ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক সশস্ত্র পুলিশ সদস্য ছুটে আসে। পরে তাকে একটি পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়।