যারা পেলেন গোল্ডেন গ্লোব পুরস্কার

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম নামি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব। বুধবার (১১ জানুয়ারি) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল এই পুরস্কার প্রদানের ৮০তম আসর। করোনা সংকটের কারণে গত বছর এ আসরে প্রাণ ছিল না। তবে এবারের আসরের চিত্র ছিল ভিন্ন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন একঝাঁক তারকা শিল্পী-কলাকুশলীরা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।

যারা পুরস্কার পেলেন
সেরা চলচ্চিত্র (ড্রামা): দ্য ফেবলম্যানস
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি): দ্য বাঁশি ইনিশেরিন
সেরা অভিনেত্রী (ড্রামা): কেট ব্ল্যানচেট (টা)
সেরা অভিনেতা (ড্রামা): অস্টিন বাটলার (এলভিস)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): কলিন ফারেল (দ্য বাঁশি ইনিশেরিন)
পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী (চলচ্চিত্র): অ্যাঞ্জেলা বাসেট (ব্ল্যাক প্যান্থার)
পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা (চলচ্চিত্র): কে হু কোয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা পরিচালক (চলচ্চিত্র): স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস)
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র): মার্টিন ম্যাকডোনা (দ্য বাঁশি ইনিশেরিন)
সেরা চলচ্চিত্র (অ্যানিমেশন): গুইলারমো দেল তোরো পিনোকিও
সেরা চলচ্চিত্র (বিদেশি ভাষা): আর্জেন্টিনা ১৯৮৫
সেরা গান (চলচ্চিত্র): নাটু নাটু (টিপল আর)
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): হাউজ অব দ্য ড্রাগন
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি): অ্যাবেট এলেমেন্টারি
সেরা টেলিভিশন সিরিজ (অ্যান্থোলজি): দ্য হোয়াইট লোটাস
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, অ্যান্থোলজি): অ্যামেন্ডা সেইফ্রিড (দ্য ড্রপআউট)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, অ্যান্থোলজি): ইভান পিটার্স (ডামার)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, ড্রামা): জেন্ডায়া (ইফোরিয়া)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, ড্রামা): কেভিন কসনার (ইয়েলোস্টোন)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল/কমেডি): কুইন্টা ব্রুনসন (অ্যাবেট এলেমেন্টারি)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল/কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খান
পরবর্তী নিবন্ধ৬ দেশ থেকে ২১ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার