ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে মির্জাপুর ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা দিতে আসা শত শত পরীক্ষার্থী রাস্তায় আটকা পড়েছে। তাদের অভিভাবকদের উদ্বেগের কারণে ভর্তি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে।
সকাল ৯টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যানজটের কারণে এ পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে সকাল ১০টা থেকে নেয়ার কথা জানান কলেজের অধ্যক্ষ মো. নুরুল হোসেন।
মির্জাপুর গোড়াই থানার হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়েছে। শুক্রবার ভোরে মহাসড়কের পাকুল্যা এলাকার আছিমতলা নামক স্থানে একটি ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে যানজট ব্যাপক আকার ধারণ করে।
এছাড়া মহাড়কের গোড়াই ও ক্যাডেট কলেজ এলাকায় কয়েকটি মালবাহী ট্রাক বিকল হয়ে সড়কে পড়ে রয়েছে। এতে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।
এ যানজটের কারণে বিভিন্ন জেলা থেকে আসা ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আটকা পড়েন।