পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যাংকিং বুথ ২৭ নভেম্বর ২০১৯, বুধবার যশোরের পালবাড়ীতে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম। যশোর জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর শাখাপ্রধান মো. আছাদুজ্জামান ও পালবাড়ী ব্যাংকিং বুথ ইনচার্জ মোঃ আলমগীর হোসেন। গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী মো. শাহীনুর কাদির, সমাজ সেবক মো. নুর জালাল, শিক্ষাবিদ বোরহানুস সুলতান ও মো. জাকির হোসেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। সরকারের উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এই ব্যাংক। তিনি বলেন, আর্থিক সুবিধা বঞ্চিত মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির জন্য ইসলামী ব্যাংক কাজ করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য ইসলামী ব্যাংকের সেবা উন্মুক্ত। তিনি উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ইসলামী ব্যাংকের সেবা গ্রহনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।