গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান।
তিনি জানান, জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত দুই দিনে যমুনার পানি ৬৮ সেন্টিমিটার বৃদ্ধি পায়। যমুনার পানি বর্তমানে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে ইসলামপুরের বেলগাছা, সাপধরি, চিনাডুলি, কুলকান্দি, নোয়ারপাড়া ও পার্থশী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, যমুনার পানির তোড়ে ভেঙ্গে গেছে ইসলামপুরের উলিয়া হার্ডপয়েন্ট এলাকার যমুনা ভাঙ্গন রোধ এমআরসি প্রকল্পের পাইলিংবাঁধ।
এদিকে পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জেলার কলমাকান্দা উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে৷ পানিতে একাকার হয়ে গেছে সব এলাকা৷ ডুবে গেছে কলমাকান্দা বাজার, নাজিরপুর বাজারসহ অধিকাংশ গ্রাম৷