জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।
শুক্রবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের কাঁঠালি এলাকার শেফার্ড গ্রুপের ফেন্সি ইয়াং লিমিটেডের সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সোয়া ৮টার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ভালুকা স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ময়মনসিংহ সদর, ত্রিশাল, কৃষি বিশ্ববিদ্যালয়, গফরগাঁও, শ্রীপুর ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে, এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।