স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের জয়ের পর শারজায় ম্যাচসেরার পুরস্কার নিতে মঞ্চে আসেন নাজমুল হোসেন শান্ত। দলের জয়ের নায়ক তার খুশিই লাগার কথা। কিন্তু সঞ্চালক রমিজ রাজাকে অন্য জবাব দিয়ে অবাক করে দিয়েছেন শান্ত। খুশি হয়েছেন কিনা প্রশ্নে শান্তর জবাব ছিল ‘না’ সূচক!
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ম্যাচে দলের রানের ভিত গড়ে দেন শান্ত। তার ব্যাট থেকে আসা ৭৬ রানে বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি। সেই সঙ্গে বেশ কয়েকটি জুটি গড়েও বাংলাদেশকে পথ দেখান অধিনায়ক।
তাই জয়ের পর সেরা হিসেবে বাংলাদেশ অধিনায়ককেই বেছে নেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচসেরার পুরস্কার নিতে আসা শান্তকে প্রশ্ন করা হয়—নিজের ইনিংস নিয়ে তিনি কতটা সন্তুষ্ট?
সেখানে শান্ত জবাব দিয়েছেন, ‘সত্যি বলতে, আমি খুশি নই। আমার আরেকটু লম্বা সময় ব্যাট করা দরকার ছিল। কারণ, উইকেট বেশ কঠিন ছিল ব্যাটিংয়ের জন্য, বিশেষ করে স্পিনের বিপক্ষে। আমার তাই আরও সময় ক্রিজে টিকে থাকা দরকার ছিল। তবে যেভাবে ইনিংসের শুরু করেছিলাম, তাতে খুশি ছিলাম।’
অধিনায়ক নিজেকে নিয়ে খুশি না হলেও সতীর্থদের পারফর্ম দেখে খুশি হয়েছেন। তার ভাষায়, ‘মিরাজ ও নাসুম যেভাবে বল করেছে, ওদেরকে কৃতিত্ব দিতেই হবে। বোলিংয়ে আমরা যেভাবে শুরু করেছি, নতুন বলে তাসকিন আবারও গুরবাজকে আউট করেছে, সে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। সব মিলিয়ে গোট ব্যাটিং আর বোলিং গ্রুপ ভালো করেছে।