মোবাইল কোর্টের কার্যক্রম ২ জুলাই পর্যন্ত চলবে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আগামী ২ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত।

রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এই আদেশের ফলে আপাতত মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত)কার্যক্রম চলতে কোনো বাধা রইলো না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে গত ১১ মে রায় দেন হাইকোর্ট।

আদেশে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়।

এরপর রাষ্ট্রপক্ষ গত ১৫ মে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন। আবেদনটি শুনানির জন্য পরে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।

সেই আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগ ২ জুলাই পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করলেন।

দালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

পূর্ববর্তী নিবন্ধসৌদি বাদশার সঙ্গে ট্রাম্পের ‘তলোয়ার’ নাচ [ভিডিও]
পরবর্তী নিবন্ধরেড কার্পেটে সোনমের বাজিমাত