পপুলার২৪নিউজ ডেস্ক:
বিনা অনুমতিতে বিয়ে করায় মেয়েকে পিটিয়ে আহত করার পর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার দায়ে এক মাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া বোনকে হত্যায় মাকে সহযোগিতা করার দায়ে নিহত তরুণীর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার পাকিস্তানের লাহোর বিশেষ আদালত এ রায় দেন।
ওই মায়ের নাম পারভিন বিবি। তিনি আদালতে দেয়া জবানবন্দিতে বলেছেন, বিনা অনুমতিতে বিয়ে করে ‘ পরিবারের জন্য লজ্জা বয়ে আনায়’ গত জুনে মেয়ে জিনাত রফিককে পুড়িয়ে মেরেছেন। (খবর রয়টার্স ও বিবিসি’র)
পুলিশ জানিয়েছে, ১৮ বছরের মেয়ে জিনাত রফিক নিজের পছন্দে হাসান খানকে বিয়ে করেছিলেন। পরে পালিয়ে তিনি হাসানের পরিবারের কাছে গিয়ে এক সপ্তাহের মতো সংসার করার পরই নিজের পরিবারের হাতে করুণভাবে নিহত হন।
জিনাতের স্বামী হাসান বলেন, বিয়ে মেনে নেয়া এবং আনুষ্ঠানিকভাবে আমার কাছে তুলে দেয়ার কথা বলে তাকে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু যাওয়ার আগে জিনাত তার ভয়ের কথা জানিয়ে বলেছিল, বাবা-মা আমাকে রেহাই দেবে না। তখন আমাদের পরিবার তাকে বুঝিয়ে বাপের বাড়ি পাঠিয়ে ছিল।
পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর জিনাতকে প্রথমে প্রচণ্ডভাবে পেটানো হয়। এতে তার নাকমুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর তাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া হয় বলে জানান হাসান।
এদিকে পুড়িয়ে মারার পরে জিনাতকে দাফন পর্যন্ত করতে অস্বীকার করে তার পরিবার। পরে হাসানের পরিবার জিনাতের লাশ উদ্ধার করে শেষ রাতে তাকে গোপনে দাফন করেছিল।