পপুলার২৪নিউজ ডেস্ক:
মেহেরপুর মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হরতাল-অবরোধে পুলিশের ওপর হামলা, জনদুর্ভোগ সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহিত হওয়ায় তাদের বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন।
আমিরুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি। আর জার্জিস হোসেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে তাদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী।
২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সরকারবিরোধী হরতাল-অবরোধ চলাকালে মুজিবনগর উপজেলার গৌরিনগর এলাকায় পুলিশের ওপর হামলার হামলার ঘটনা ঘটে।