মেসির শাস্তিকে ‘ভয়ংকর’ বললেন ম্যারাডোনা

পপুলার২৪নিউজ ডেস্ক:
অভিযোগ শোনার পর চুপ করে বসে থাকতে পারেননি ম্যারাডোনা। মেসির শাস্তিকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে নিজের দিকে ছুটে আসা অভিযোগের তীরগুলো সরিয়ে দিলেন ম্যারাডোনা।

লা ওরাল দেপোর্তিভাকে তিনি বলেছেন, ‘আমি কষ্ট পেয়েছি একথা শুনে যে, মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞায় আমার হাত আছে। ঈশ্বরের দিব্যি কেটে বলছি, আমি কিছুই জানতাম না। আমি তদন্ত করেছি। মেসির এ শাস্তি কনমেবলে অনুমোদন পেয়েছে।’

সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের এমন শাস্তি অন্যায় মনে করেন ম্যারাডোনা, ‘মেসির শাস্তিটা বাড়াবাড়ি। আমেরিকান ফুটবলে খেলোয়াড়রা তাদের মুখের সামনে হাত দিয়ে কথা বলে। আর মেসি ও লাইন্সম্যানের মধ্যে যা ঘটেছে সেটা দেখা গেছে। আমি ইনফান্তিনোর (ফিফা প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলব, এটা ভয়ংকর।’

বলিভিয়ার ম্যাচে মেসি না থাকায় আর্জেন্টিনার খেলায় প্রভাব পড়েছে বলে মনে করেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘বলিভিয়ার বিপক্ষে মেসির অনুপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ বিষয়। অনেকটা ক্রিশ্চিয়ানোকে (রোনাল্ডো) ছাড়া পর্তুগালের মতো।’ ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধস্প্লিন্টারের আঘাতেই কর্নেল আজাদের মৃত্যু
পরবর্তী নিবন্ধভারতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড