পপুলার২৪নিউজ ডেস্ক:
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে স্থাপিত দেশটির ফুটবলার লিওনেল মেসির একটি ভাস্কর্যে ভাঙচুর চালিয়েছে একদল দুস্কৃতকারী।
রিও ডি প্লাটার তীরে স্থাপিত ভাস্কর্যটিতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা মাথা কেটে ফেলে।
কোপা আমেরিকাতে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি যখন অবসরের ঘোষণা দেন, তখন ভাস্কর্যটি স্থাপন করা হয়। ২০১৬ সালে মেসিকে সম্মান জানিয়ে এ ভাস্কর্য উদ্বোধন করেন সিটি মেয়র হোরাসিও রোড্রিগেজ লারেটা।
বুয়েন্স আয়ার্স নগর কর্তৃপক্ষ জানায়, কে বা কারা যেন মেসির ভাস্কর্যটির মাথা ভেঙে রেখে গিয়েছিল। এখন সেটি সারিয়ে তোলার চেষ্টা চলছে।
রিও ডি প্লাটা নদীর তীরের ওই হাঁটাপথে মেসি ছাড়াও হকি খেলোয়াড় লুসিয়ানা আয়মার, টেনিস তারকা গাব্রিয়ালা সেবাটিনি, গুইলিরামো বিলাস, স্যান অ্যান্টানিও স্পার্সসহ বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বের ভাস্কর্য রয়েছে।