মেসির জার্সি চেয়ে মৃত্যু হুমকিতে এস্পানিওল ফুটবলার

পপুলার ডেস্ক :

ম্যাচ শেষে ফুটবলারদের জার্সি বদলের রীতি বহু পুরনো। সৌহার্দ্যের স্বাক্ষর হিসেবে এটি করা হয়। সেই রীতি মেনে গেল শনিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচ শেষে লিওনেল মেসির জার্সি চান এস্পানিওল ফুটবলার আদ্রিয়া পেদ্রোসা। কিন্তু চেয়েই বিপাকে পড়েছেন তিনি। নিজ দলের সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন ২০ বছর বয়সী রক্ষণসেনা।

কাতালান ডার্বিতে মেসির জোড়া গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। দলকে জিতিয়ে ম্যাচসেরা হন বার্সা অধিনায়ক। পেদ্রোসার মতো উঠতি ফুটবলারদের মেসির জার্সি চাওয়াটা খুব অস্বাভাবিক না। তা হলে কেন জার্সি চেয়ে শুধু শুধু হুমকির মুখে পড়বে তার জীবন?

নেপথ্যে মেসি কিংবা পেদ্রোসার কোনো দায় দেখছেন না মারিয়া মার্টিনেজ। লা সেক্সটার ক্রীড়া সাংবাদিক সরাসরি দোষটা চাপিয়েছেন জেরার্ড পিকের ঘাড়ে। কারণ ম্যাচের আগের দিন বেফাঁস মন্তব্য করে এস্পানিওল সমর্থকদের খেপিয়ে রাখেন বার্সা ডিফেন্ডার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পিকে বলেন, চলতি মৌসুমে এস্পানিওল পুরো দলের বাজেটের চেয়েও তার সম্পত্তি বেশি।

এ কথাটাই মেনে নিতে পারেননি দলটির খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকেরা। বেফাঁস কথা বলতে ওস্তাদ পিকে যে দলে খেলেন সেই দলের খেলোয়াড়ের কাছে জার্সি কেন চাইবে পেদ্রোসা? এ নিয়েও ক্ষুব্ধ তারা। সেই ক্ষোভ থেকেই হুমকির মুখে তিনি।

তবে পিকের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না বার্সা পরিচালক গুইলের্মো আমোর। কারও কথার জের ধরে আরেকজন কেন মৃত্যুঝুঁকিতে পড়বেন কোনো যুক্তিও খুঁজে পাচ্ছেন না তিনি।

তার মতে, মেসি বিশ্বসেরা ফুটবলার। তার কাছে প্রতিপক্ষ ফুটবলার জার্সি চাইতেই পারে।

পূর্ববর্তী নিবন্ধউত্তরায় বিজিএমইএর নতুন ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধআজ বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী