শনিবার রাতে ক্যাম্প ন্যূতে লিওনেল মেসির নৈপুণ্যে সেল্টা ভিগোকে ৫-০ গোলে হারায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচে লিওনেল মেসি দুই গোল করার পাশাপাশি দুইটি গোল করান।
বার্সেলোনার এই স্বস্তির জয়ে যেন উদ্বেগ বাড়ছে বার্সা ভক্তদের। আর এই উদ্বেগের পেছনের কারণ হল মাঠে বার্সার তারকা ফুটবলার মেসির গোল উদযাপন।
ম্যাচের শুরুতেই অবিশ্বাস্য গোলে বার্সাকে ১-০ গোলে এগিয়ে দেন মেসি। চব্বিশ ঘণ্টা পরেও যে গোল নিয়ে বিস্মিত ফুটবলবিশ্ব। প্রথমার্ধের শুরুতে বলটা ধরেই নিঁখুত টার্ন। একচল্লিশ মিটার দৌড়ে তিনজনকে সেই চেনা ড্রিবল। আর তারপরে দুর্দান্ত ফিনিশ। ঠিক যেন সেই পুরনো দিনের মেসি। যার বাঁ পায়ে বল মানেই ম্যাজিক।
তবে মেসির স্বপ্নের গোলকে ঢেকে দিল তার অভিনব উদযাপন। নিজের প্রথম গোলের পর বার্সার ডিরেক্টর বক্সের দিকে তাকিয়ে তাকে ফোন করার ইঙ্গিত দেন মেসি। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় জল্পনা— সেলিব্রেশনের মাধ্যমে ঠিক কী বোঝাতে চাইছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক।
কয়েকজন বিশেষজ্ঞ যেমন ঠাট্টা করেছেন, হয়তো বার্সা কর্তাদের তিনি বলতে চাইছেন দ্রুত তাকে ফোন করে নতুন চুক্তি সেরে ফেলা হোক। আবার স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে এটা হয়তো বাকি ক্লাবগুলোকে ইঙ্গিত দিলেন তাকে সই করানোর জন্য।
তবে সেই সব বিতর্ক উড়িয়ে স্প্যানিশ মিডিয়াকে মেসি বলেন, নিজের ভাইয়ের ছেলের জন্যই এমন ভঙ্গি করেছিলাম।
মেসি যাই বলুক না কেন তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামার কোনো নাম নেই।