পপুলার২৪নিউজ ডেস্ক:
গত বছরটা দারুণ কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। আর নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো এনে দিয়েছেন ইউরো কাপের শিরোপা। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও জিতেছেন চতুর্থবারের মতো। নিজ মুখেই অনেকবার বলেছেন, ২০১৬ সালটা স্বপ্নের মতো কেটেছে তাঁর। তাই বছরের শেষটাও হওয়া চাই জুতসই। সত্যিই, পুরোনো বছরের শেষ ও নতুন বছরের শুরুটাও দারুণভাবেই হলো পর্তুগিজ এই তারকার।
বছরের শেষ দিনটাতে রোনালদোর মা দোলোরেস আভেইরোর জন্মদিন। এই উপলক্ষেই বছর শেষের আনন্দটা বেড়ে গেছে কয়েকগুণ। বাবা জোসে আভাইরো, দুই বোন কাতিয়া ও এলমা আভেইরোকে নিয়ে মায়ের জন্মদিনটা ধুমধাম করেই পালন করলেন রোনালদো। মায়ের জন্মদিন উপলক্ষে রোনালদো তার ইন্সটাগ্রামে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’
রোনালদোর মতো এত বর্ণিল বছর কাটাতে পারেননি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। যেতে হয়েছে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে। তবে রোনালদোর মতো মেসিও বছরের শেষ আর নতুন বছরের শুরুটা কাটিয়েছেন পরিবারের সঙ্গে। ভ্ক্তদের শুভেচ্ছা জানিয়ে আর্জেন্টাইন তারকা লিখেছেন, ‘সবার প্রতি নতুন বছরের শুভেচ্ছা।’
এ বছর বার্সেলোনার জার্সি গায়ে মেসি জিতেছিলেন দুটি শিরোপা—লা লিগা ও কোপা দেল রে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আরো একবার শুধু হতাশাই সঙ্গী হয়েছে এ সময়ের অন্যতম সেরা ফুটবলারের। প্রায় একক নৈপুণ্যে দলকে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে গেলেও জিততে পারেননি শিরোপা। ২০১৫ সালের মতো এ বছরও শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে আর্জেন্টিনা হেরে গিয়েছিল চিলির কাছে। সেই অভিমানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে বসেন মেসি। তবে ভক্ত-সমর্থকদের অনেক অনুরোধের পর অবশ্য নিজের সিদ্ধান্তে আর অটল থাকেননি তিনি। আবার ফিরে এসেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে।