পপুলার২৪নিউজ ডেস্ক:
নিশ্চিত হার থেকে ফের বার্সেলোনাকে রক্ষা করলেন ভিনগ্রহের ফুটবলার খ্যাত লিওনেল মেসি।
ত্রাতা মেসির নৈপূন্যে রোববার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালান ক্লাবটি।
এস্তাদিও দি লা সিরামিকাতে গোলশূন্য প্রথমার্ধের পর নিকোলা সানসোনের গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা।
অবস্থা দৃষ্টে মনে হয়েছিল ম্যাচটি হেরেই বসবে বার্সা। এই ম্যাচ হেরে বসলে পাঁচ পয়েন্ট খুইয়ে লিগে পিছিয়ে যেত দলটি।
তবে ম্যাচের একদম শেষদিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ম্যাজিসিয়ান মেসি দলকে রক্ষা করেন।
তার গোলে শেষ পর্যন্ত পয়েন্ট হারানোর পরিবর্তে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচে ফিনিশিংয়ের ব্যর্থতার পাশাপাশি রেফারির বিতর্কিত সিদ্ধান্তও বার্সাকে পিছিয়ে দেয়। বাজে রেফোরিংয়ের খেসারত দিতে গিয়ে দু’বার নিশ্চিত পেনাল্টি হাতছাড়া হয় বার্সার। সব মিলে ভাগ্যটা ঠিক সহায় ছিল না এনরিকের শিষ্যদের।
ম্যাচ ড্রয়ের মধ্য দিয়ে বার্সেলোনার পয়েন্ট হল ১৭ ম্যাচে ৩৫। ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০, এক ম্যাচ কম খেলেছে তারা।