নিজস্ব প্রতিবেদক:
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে যাত্রী নিয়ে মেট্রোরেলের চলাচল শুরু হলো আজ (রোববার)। প্রথম দিনের সকালেই মতিঝিল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অন্যদিকে উত্তরা থেকে ছেড়ে আসা ট্রেনেও দেখা গেছে যাত্রীদের ভিড়। তবে আগারগাঁও স্টেশন ছিল কিছুটা ব্যতিক্রম। এ স্টেশনে নেই যাত্রীদের ভিড়। আগারগাঁও থেকে অল্প সংখ্যক যাত্রীকে উঠতে দেখা গেছে মেট্রোতে।
সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা ১৫ মিনিটে খুলে দেওয়া হয় স্টেশনের গেট। তার আগে থেকেই স্টেশনের বাইরে অপেক্ষমাণ ছিলেন কিছু যাত্রী। পরে মতিঝিলের উদ্দেশ্যে আগারগাঁও থেকে মেট্রো ছেড়ে যায় ৭টা ৪৬ মিনিটে।
তবে যাত্রী অল্প সংখ্যক হলেও তাদের মধ্যে উদ্দীপনা ছিল লক্ষ্যণীয়।
যাত্রী রবিউল আলম বলেন, আমি রংপুরে চাকরি করি। অফিসিয়াল কাজে ঢাকায় এসেছি। এখন মেট্রোতে মতিঝিল হয়ে রাজারবাগ যাবো। মেট্রোতে উঠতে গাড়ি ফেরত পাঠিয়েছি।
কাজল কুমার মজুমদার বলেন, আমার অফিস তেজগাঁও। তবে আমি ভ্রমণপিপাসু। বাংলাদেশের যত মেগা প্রজেক্ট উদ্বোধন হয়েছে সবগুলোতেই আমি প্রথম যাত্রায় সঙ্গী হতে পেরেছি। এখন মতিঝিল অংশে পৌঁছিয়ে আবার ফার্মগেট ফেরত আসবো।
অন্যদিকে পল্লবী স্টেশনে দেখা যায়, উত্তরা থেকে আসা ট্রেনটি ছিল যাত্রীতে পূর্ণ। এরপর ১১ ও ১০ নম্বর স্টেশনে আসার আগেই ট্রেনের বগিগুলোতে যাত্রীদের ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে মতিঝিল পর্যন্ত যেতে সাড়ে ৭টার আগেই পল্লবী স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা।