গতকাল শুক্রবার দুপুর সোয়া ১টার এম. ভি. গ্রিন লাইন-২ নামের লঞ্চটি কয়েকশ যাত্রী নিয়ে বরিশালের হিজলায় মেঘনার ডুবোচরে আটকা পড়ে। এরপর গতকাল রাতে ১১টার দিকে লঞ্চটি থেকে যাত্রীদের উদ্ধার করে গন্তব্যে পাঠানো হয়েছে।
হিজলার ধূলখোলা লঞ্চঘাট সংলগ্ন ডুবোচরে আটকে পড়া নৌযানটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত সুপার আব্দুল মোতালেব জানান, রাত ১১টার দিকে বিআইডব্লিউটিএ-এর তিনটি লঞ্চ ওই নৌযানের যাত্রীদর বরিশাল ঘাটে নিয়ে আসে।
যাত্রীদের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ এমভি রাজপাখি, এমভি জনতা ও এমভি সোনালী নামের তিনটি লঞ্চ ঘটনাস্থলে পাঠায়। পরে তাদের উদ্ধার করে গন্তব্যে পাঠানো হয়।
ঢাকা-বরিশাল নৌ রুটে দিবা সার্ভিস হিসেবে চলাচলকারী এ নৌযানটি সকাল সাড়ে ৮টায় যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বিকাল সাড়ে ৩টায় যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই অত্যাধুনিক সুযোগ-সুবিধার এ লঞ্চটি ডুবোচরে আটকে যায়।