মৃত্যুবার্ষিকীতে আবৃত্তিশিল্পের পুরোধা গোলাম মুস্তাফা

রাজু আনোয়ার:

ভরাট কণ্ঠে সুষ্পষ্ট নিখুঁত উচ্চারণে সংলাপ বলে যাওয়া এক শিল্পীর নাম গোলাম মুস্তাফা । অভিনেতা হিসেবে কিংবদন্তি হয়ে আছেন নাটক-সিনেমায়। সেইসঙ্গে অভিনয়ে মার্জিত ভাষা প্রয়োগে অনবদ্য একজন শিল্পী হিসেবে পরম শ্রদ্ধেয় এই ব্যাক্তিত্ব । চিৎকার চেঁচামেচি করে ভয় ধরিয়ে ভিলেন হওয়ার প্রথা ভেঙে দুর্দান্ত ভিলেন হয়ে পর্দা কাঁপানোর প্রমাণ তো তিনিই । একজন গোলাম মুস্তাফার শূন্যতা তাই কাটছে না, কাটবেও না হয়তো কোনোদিন।
নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার সেই অহংকার বৃদ্ধ জমিদার চরিত্রটি রিমেক করা হলে সেখানে কে এতোটা প্রতাপ নিয়ে অভিনয় দেখাতে পারবেন? যতোটা পেরেছিলেন গোলাম মুস্তাফা!মৃত্যুর ১৬ বছর পরও আজও তিনি হারিয়ে যান না। বাংলার শিল্প-সংস্কৃতিতে তিনি হারাবেন না হয়তো কোনদিন। প্রতি বছরই তিনি বার বার ফিরে আসেন ভক্তের স্মৃতিতে, সহকর্মীদের প্রশংসিত স্মৃতিচারণে।

খ্যাতিমান এই অভিনেতার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি। ২০০৩ সালের এইদিনে দেশীয় চলচ্চিত্রে অপূরণীয় অভাব রেখে গোলাম মুস্তাফা পাড়ি জমান জীবনের ওপারে।

নাট্যজন মামুনুর রশিদ বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে গোলাম মুস্তাফার আবৃত্তি স্নায়ুতন্ত্রে আলোড়ন তুলতো ।
তিনি বলেন, গোলাম মুস্তাফা নিজের প্রচেষ্টায় নিজেকে অভিনয় ও আবৃত্তিশিল্পে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন। তার শিল্পসত্তা আমাদের কাছে আজীবন প্রেরণা হিসেবে কাজ করবে।

শুধু অভিনেতা হয়েই নয় ভালো আবৃত্তিকারও ছিলেন তিনি। আবৃত্তি অঙ্গনের গুরু এই মানুষটির হাত ধরেই এদেশে আবৃত্তি চর্চার উর্বর ভূমি রচিত হয়েছে। তাই আবৃত্তিতে তার ভূমিকা অনন্য। আর এ কারণেই এই কিংবদন্তির জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ ২০১৭ সাল থেকে চালু করেছে ‘গোলাম মুস্তাফা আবৃত্তি পদক’।
আবৃত্তি সমন্বয় পরিষদ সূত্রে আরও জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি নির্বাহী পরিষদ সভায় আসাদুজ্জামান নূরকে গোলাম মুস্তাফা আবৃত্তি পদক দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পদকের আর্থিক মূল্য হিসেবে ১ লাখ টাকার চেক, উত্তরীয় ও পদক ।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ এ প্রসঙ্গে বলেন, আবৃত্তি সমন্বয় পরিষদের এই আয়োজন শুধু গোলাম মুস্তাফার সম্মানে নয়, এর মাধ্যমে আমরা নিজেদেরকে সম্মানিত করেছি।

গোলাম মুস্তাফার মৃত্যুবার্ষিকীতে আজ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মঞ্চে গোলাম মুস্তাফা আবৃত্তি পদক প্রদান করা হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে এবার পদক প্রদান করা হয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও জনপ্রিয় অভিনয় শিল্পী আসাদুজ্জামান নূরকে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান,বিশেষ অতিথি সুবর্ণা মুস্তাফা I
এ প্রসঙ্গে আহকাম উল্লাহ বলেন, আমরা এর আগে গত দুই বছরে ১০ জন করে দেশের প্রথিতযশা ২০ জন আবৃত্তিশিল্পীকে এই পদক দিয়ে সম্মান জানিয়েছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা আসাদুজ্জামান নূরকে এ পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর থেকে আমরা জুড়ি বোর্ডের মাধ্যমে পদকপ্রাপ্তদের তালিকা নির্ধারণ করে প্রতি বছর একজনকে এই পদক দিয়ে সম্মান জানাবো।

গোলাম মুস্তাফা ১৯৩৪ সালের ২ মার্চ বরিশালের দপদপিয়ায় জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো তার। সেই সুবাদে ১৯৪৫ সালে বরিশালের টাউন হলে বি.ডি হাবিবুল্লাহ রচিত ‘পল্লীমঙ্গল’ মঞ্চনাটকে প্রথম অভিনয় করেন তিনি।
১৯৬০ সালে ‘রাজধানীর বুকে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক। প্রথম ছবিতেই তিনি অভিনয় করেছিলেন খলনায়কের চরিত্রে। এতে তার অভিনয় দর্শকদের যেমন পছন্দ হয়, তেমনি নির্মাতাদের নজরেও বিশেষ আকর্ষণ লাভ করেন তিনি।
সেই থেকে শুরু। এরপর একে একে প্রায় তিন শতাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বেশকিছু উর্দু চলচ্চিত্রও ছিলো। তার অভিনীত উল্লেখযোগ্য উর্দু ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘পীরিত না জানে রীত’, ‘কাজল’, ‘চোখাই’, ‘চান্দা’ ও ‘তালাশ’।
গোলাম মুস্তাফা অভিনীত বাংলা ছবিগুলোর মধ্যে ‘আলীবাবার চল্লিশ চোর’, ‘রাজধানীর বুকে’, ‘নিজেকে হারায়ে খুঁজি’, ‘রক্তাক্ত বাংলা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘সুর্যসংগ্রাম’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘দেবদাস’ অন্যতম।
ক্যারিয়ার জীবনে কাজের স্বীকৃতি স্বরূপ গোলাম মুস্তাফা অনেক পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে ১৯৮০ সালে ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ ছবিতে সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে, ১৯৮৬ সালে ‘শুভদা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২০০১ সালে তিনি একুশে পদক সম্মানে ভূষিত হন।
গোলাম মুস্তাফা ১৯৫৮ সালে হোসনে আরাকে বিয়ে করেন। তাদের সন্তান সুবর্ণা মুস্তাফাও একজন খ্যাতিমান অভিনেত্রী। কাকতালীয়ভাবে বাবার মৃত্যুর দিনেই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সুবর্ণা। আর একইদিনে তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করবেন একুশে পদকও।

চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা গোলাম মুস্তাফা টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নাটকে অভিনয় করেন । বাংলাদেশে আবৃত্তিশিল্পের পুরোধা ব্যক্তিত্ব ও পথ প্রদর্শকও তিনি।

 

 

 

 

 

 

 

পূর্ববর্তী নিবন্ধউপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ২৪ প্রার্থী
পরবর্তী নিবন্ধউপজেলা নির্বাচনের প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী নির্বাচিত