স্পোর্টস ডেস্ক:
নিলামে দল পাননি বাংলাদেশের কেউই। নাম উঠেছিল কেবল মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের। কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের এই দুই তারকার দিকে নজর দেয়নি কেউই। তাতে অবশ্য দল পাওয়ার আশা একেবারেই শেষ হয়ে যায়নি। প্রতি বছরই আইপিএলের মাঝপথে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে দল পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যায়।
কিন্তু আইপিএলের নিলাম শেষে কিংবা আসর মাঠে গড়ানোর পর দলে নতুন খেলোয়াড় যুক্ত করার নিয়ম কী বলছে? ঠিক কতদিন পর্যন্ত যেকোন দলে যুক্ত হওয়ার সুযোগ থাকছে সাকিব কিংবা মুস্তাফিজের। অথবা এর বাইরেও কারও পক্ষে আইপিএলের যেকোন দলে আসরের মাঝপথে যোগদানের সুযোগ থাকছে কি না– সেটাও এক বড় প্রশ্ন।
এখন পর্যন্ত এবারের আইপিএলে নিলামের পরে তিনটি দলে বদল হয়েছে। উমরান মালিক চোটে ছিটকে যাওয়ার পর চেতন সাকারিয়াকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিদেশি ব্রাইডন কার্সের বদলে উইয়ান মুল্ডারকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্স আবার জোড়া পরিবর্তন এসেছে। দুই বিদেশি এএম গাজানফর ও লিজার্ড উইলিয়ামসের বদলে মুজিব উর রহমান ও করবিন বশকে নিয়েছে তারা।
পূর্বের নিয়ম অনুযায়ী আইপিএলে প্রতিটি দল সাতটি ম্যাচ পর্যন্ত বদল করতে পারত। নিজেদের সপ্তম ম্যাচের পর স্কোয়াডে কেউ চোট পেলে তার বদলি নেওয়া যেত না। সেই ম্যাচসীমা বদলে এবারে ১২টি ম্যাচ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি দল নিজেদের ১২তম ম্যাচের আগে চাইলে চোট পাওয়া ক্রিকেটারের বদলে নতুন ক্রিকেটার নিতে পারবেন। যার অর্থ, মৌসুমে প্রতিটি দলের ১২তম ম্যাচের আগে পর্যন্ত সম্ভাবনা থাকবে যেকোন বাংলাদেশি তারকাকে আইপিএলে দেখার।
অবশ্য যে কোনও ক্রিকেটারকে চাইলেই বদলি হিসাবে নেওয়া যাবে না। শুধুমাত্র যে ক্রিকেটারেরা নিলামের তালিকায় ছিলেন, কিন্তু দল পাননি, তাদেরই নেওয়া যাবে। কোনও বিদেশি ক্রিকেটার চোট পেলে তার পরিবর্তে বিদেশি নেওয়া যাবে। অবশ্য কোনও দলে বিদেশি ক্রিকেটারের আট জনের কোটা পূর্ণ না হলে ভারতীয় ক্রিকেটারের বদলেও বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে।
বদলি ক্রিকেটার ঠিক কত পারিশ্রমিক পাবেন, তাও নির্ধারণ করা আছে আইপিএলের নিয়মে। কোনও ক্রিকেটারকে বদলি হিসেবে নেওয়া হলে তিনি সেই মওসুমের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। যে ক্রিকেটারকে বদলি হিসেবে নেওয়া হচ্ছে, তিনি নিজের ভিত্তিমূল্যের পারিশ্রমিকই পাবেন।