পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্যাটিংটা সেই নিউজিল্যান্ড সিরিজের মতোই হচ্ছে টাইগারদের। হায়দরাবাদের প্রায় পরিচিত কন্ডিশনে একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত এ দলের বিপক্ষে বিবর্ণ বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
দুই ওপেনারের ব্যর্থতার পর দলের হাল ধরেছিলেন ড্যাশিং ব্যাটসম্যন সৌম্য সরকার। চাপের মধ্যে দারুণ এক হাফ সেঞ্চুরি করেন তিনি। সৌম্যর বিদায়ের পর আবারও বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টানছে মুশফিক-রিয়াদ জুটি।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের শুরুতেই ফিরে যান তিন টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং মমিনুল হক। দলীয় ২২ রানে বিদায় নেয় ইমরুল কায়েস (৮)। দলীয় ২২ রানে সিভি মিলিন্দর বলে হার্ডিক পান্ডিয়াকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ইমরুলের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবাল। অঙ্কিত চৌধুরীর বলে ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হয়ে ফিরে যান দেশসেরা এই ওপেনার। তার সঙ্গী মমিনুলও টিকতে পারেননি। ব্যক্তিগত ৫ রানে ফিরে যান এই নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটসম্যান।
সবার বিপরীতে দাঁড়িয়ে ফর্মের ধারাবাহিকতা ভারত সফরেও বজায় রাখলেন সৌম্য সরকার। ভারতীয় এ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। টপ অর্ডারের ব্যর্থতায় যখন বাংলাদেশের সামনে মহাবিপদ, তখন সৌম্যর ব্যাটই নতুন আশা দেখায়। তবে ৫২ রান করে সৌম্যর বিদায়ের পর আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ফিরে যান মাহমুদ উল্লাহ রিয়াদ (২৩)। এই মুহূর্তে দলের হাল ধরেছেন অধিনায়ক মুশফিকুর রহিম (৪৭) এবং সাব্বির রহমান (৩৩)। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান।