আজ পুলিশ সুপারের কার্যালয়ের অডিটরিয়ামে পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এসময় পুলিশ সুপার ইজারাদারদের উদ্দেশে বলেন, পশুর হাটে কোন প্রকার চাঁদাবাজি সহ্য করা হবে না। কোন হাটের ইজারাদার নদীপথে পশুবাহি ট্রলার বা নৌযানকে জোরপূর্বক তাদের ইচ্ছার বিরুদ্ধে হাটে তুলতে পারবে না এবং পশুবাহি ট্রলার বা ট্রাকে কতৃপক্ষের অনুমতি ব্যতীত তল্লাশির নামে হয়রানি করতে না পারে সে বিষয়ে ২৪ ঘন্টা মনিটরিং করা হবে। এ ছাড়া নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি হাট ইজারাদারদের নানাবিধ সমস্যার কথা শুনেন এবং কোরবানির গরুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। এ বছর জেলার ৬টি উপজেলায় মোট ৭৩টি গরুর হাট বসবে। মতবিনিময় সভায় ৭৩জন ইজারাদার ছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, এ এসপি ক্রাইম আসাদুজ্জামান, ডিআই-১ মো. নজরুল ইসলাম, ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, ডিজিএফআই ও এনএসআইএর স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
‘মুন্সীগঞ্জে প্রতিটি গরুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন বসানো হবে’
পপু্লার২৪নিউজ ডেস্ক :
মুন্সীগঞ্জের প্রতিটি কোরবানির গরুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন বসানো হবে যাতে করে কোন মানুষ প্রতারিত না হয়। এমনকি যদি কোন গরু ব্যবসায়ী ব্যাংকে টাকা জমা রাখতে সমস্যা বোধ করে সেই ক্ষেত্রে পুলিশের সহায়তা প্রদান করা হবে।