মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে যাত্রী পরিবহন শুরু করেছে বিআরটিসি

গোপালগঞ্জ প্রতিনিধি:

মুজিব জন্ম শত বার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সদর উপজেলার ঘোনাপাড়া মোড় থেকে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধ পর্যন্ত বিনামূল্যে যাত্রী পরিবহনে বিআরটিসি বিশেষ বাস সার্ভিস চালু করেছে।
জাতির পিতার জন্মদিন উপলক্ষে বিআরটিসি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সকাল ৮টায় প্রথম ট্রিপ যাত্রী নিয়ে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধির উদ্দেশে রওনা হয়ে যায়। এর আগে ফিতা কেটে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিআরটিসি-র টেকনিক্যাল মানেজার মোঃ নায়েব আলি। এসময় বিআরটিসির অপারেশন ম্যানেজার মোঃ জামসেদ, গোপালগঞ্জের ম্যানেজার নিহার রঞ্জন মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বিআরটিসি সূত্র জানায়, সদর উপজেলার ঘোনাপাড়া থেকে সকাল ৮টা, দুপুর ১২টা এবং বিকেল ৪টায় জাতির পিতার সমাধি সৌধের দিকে এবং সেখান থেকে সকাল ১০টা, দুপুর ২টা এবং সন্ধ্যা ৬টায় যাত্রী নিয়ে ঘোনাপাড়া মোড়ে ফিরে আসবে।

 

পূর্ববর্তী নিবন্ধমুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে সোনালী ব্যাংকের পুস্পস্তবক অর্পণ
পরবর্তী নিবন্ধমুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা