মুগ্ধতা ছড়াচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল আর্ট মিউজিয়াম

অনলাইন ডেস্ক:

বিশ্বের আর সব জাদুঘরের মতো এ জাদুঘরে কোনো মানচিত্র নেই, কোনো শিল্পকর্ম সম্পর্কে কোনো ধরনের বর্ণনা নেই, শিল্পকর্মে হাত দেয়া যাবে না-এ জাতীয় কোনো সতর্কতা বাণীও লেকা নেই।

আর সরসরি বলতে গেলে এই জাদুঘরে প্রচলিত অর্থে শিল্পকর্ম বলতে যা বোঝায় তার কিছুই নেই। বলা হচ্ছে বিশ্বের প্রথম ডিজিটাল আর্ট মিউজিয়ামের কথা।

 

জাপানের টোকিওতে সম্প্রতি জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এতে প্রবেশের পরপরই দর্শনার্থীরা এক অন্য ভুবনে প্রবেশ করছেন।

এক লাখ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এই মিউজিয়ামে ৫০টি-র মতো ক্যালাইডোস্কোপিক ইনস্টলেশন রয়েছে। ডিজিটাল আর্টকে আকর্ষণীয় করে তুলতে আলোকে চমকপ্রদ ভাবে কাজে লাগানো হয়েছে।

মিউজিয়াম গ্যালারির কুচ-কালো দেওয়ালে, অদ্ভূত মায়াবী এক পরিবেশ।

জাদুঘরের বয়স্কদের জন্য প্রবেশ মূল্য ২৯ ডলার এবং শিশুদের জন্য ৯ ডলার। শিল্পকর্ম দেখতে দেখতে ক্লান্ত দর্শনার্থীদের জন্য আছে চায়ের ব্যবস্থাও।

সাড়ে চার ডলারে জাদুঘরেই মিলবে ‘শৈল্পিক চা। কাপ যতক্ষণ চা থাকবে ততক্ষণই দেখবেন তাতে নানা রঙের ফুল ফুটছে!

পূর্ববর্তী নিবন্ধকোন মুখে শান্তির বার্তা ছড়ান আপনি? মক্কার ইমামকে শ্রোতার প্রশ্ন 
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার ২৮ সে.মি. উপরে