মুকসুদপুর গোপালগঞ্জ দেলোয়ার হোসেন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৫১টি কেন্দ্রে প্রায় ১০ হাজার জন কে কোভিড-১৯ এর ভ্যাকসিনের গন টিকা দেওয়া হয়েছে। ৭ আগষ্ট (শনিবার) সকাল ৯টা থেকে টিকাদান কর্যসূচি শুরু হয়েছে। টিকাদান কর্মসূচি চলাকালীন সময়েকেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক গোপালগঞ্জ (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন,মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজোবায়ের রহমান রাশেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোহাম্মদ আলাউল ইসলাম,স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রহমান, মুকসুসুদপুর থানা অফিসার ইনচার্জ মোঃআবুবকর মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেঃহাসান উদ্দীন।এ সময় গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য লেঃ কর্নেল মোহাম্মাদ ফারুখ খানের নির্দেশনায় কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া,সাধারণ সম্পাদক মোঃরবিউল আলম শিকদার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মুকসুদপুর উপজেলায় ভ্যাকসিনের গন টিকা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে মুকসুদপুর উপজেলা প্রশাসন । সকাল থেকেই টিকা গ্রহন করতে আসা জনগণের উপস্থিতি বেশ লক্ষনীয়। উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে টিকাদান কর্মসূচি চলছে। তিনি বলেন কারো একার পক্ষে করোনার সাথে যুদ্ধ করা সম্ভব নয় কিন্তুু সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সকলে করোনা থেকে মুক্তি পেতে পারি, সকলকে টিকা গ্রহন করার আহ্বানও জানান।