মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন বাল্য বিবাহমুক্ত ঘোষনা

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নে শিশুদের সুন্দর আগামী নিশ্চিত করণের লক্ষ্যে ভাবড়াশুর ইউনিয়ন শিশু বিবাহমুক্ত ঘোষনা করা হয়।
ভাবড়াশুর ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ-মুকসুদপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য বে-সরকারি প্রতিষ্ঠানের সাথে একযোগে শিশু বিবাহ বন্ধে কাজ করে আসছে; যা অত্র ইউনিয়নের শিশুদের অন্যান্য মৌলিক অধিকার সুরক্ষার পাশাপাশি বিদ্যালয় গমন চলমান রাখতে অবদান রেখে আসছে। এই কাজকে আরো বেগবান করার জন্য শিশু বিবাহ রোধ করা অতীব জরুরী। তারই ধারাবাহীকতায় ১৮ জুলাই দুপুরে ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বোয়ালিয়া বাজার প্রাঙ্গণে ইউনিয়নের চেয়ারম্যান রিফাতুল আলম মুছা-এর সভাপতিত্বে “ভাবড়াশুর ইউনিয়ন শিশু বিবাহমুক্ত ঘোষনা” শিরোনামে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে অত্র ইউনিয়নকে শিশু বিবাহমুক্ত ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মোহাম্মদ মারুফ খান, বিশেষ অতিথি হিসাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পক্ষে মুকসুদপুর এডিপির ম্যানেজার, রবার্টসন সরকার, উজানী চেয়ারম্যান শ্যামল কান্তি বোস উপস্থিত থাকেন। এছাড়াও অত্র ইউনিয়ন ও পাশ্ববর্তী ইউনিয়নের প্রধান শিক্ষক, সিবিও নেতা, কৃষক সমাজের প্রতিনিধি, ধর্মীয় পুরোহিত, শিশু ফোরামের প্রতিনিধি, ব্যবসায়ী নের্তৃবৃন্দ ছিলেন। আলোচনাশেষে ইউএনও-এর নের্তৃত্বে একযোগে শিশুবিবাহ রোধে শপথবাক্য পাঠ করেন এবং সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে কাজ করে ভাবড়াশুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত করার প্রতিশ্রুতি প্রদান করেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধ‘সাফাত তখন তরুণীকে নিয়ে নাচছিল’
পরবর্তী নিবন্ধবিপিএলে নতুন আইকন ক্রিকেটার মুস্তাফিজ