মুকসুদপুরে ১৫শ রোগীকে ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ


দেলোয়ার হোসেন,মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখে মহান ২১ ফেব্রুয়ারী উপলক্ষে প্রায় ১৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রী ঔষধ বিতরণ করেন। মুকসুদপুর বাটিকামারী আবদুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল বাটিকামারি উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু ।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানা ইনর্চাজ অফিসার মো: আবু বকর মিয়া,আবদুল আলী ওহালিবন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান সহকারী অধ্যাপক নিউরো ইউরোলজি বিভাগ উত্তরা ঢাকা ডাক্তার মোশাররফ হোসেন, মুকসুদপুর থানা তদন্ত ওসি আব্দুল আল মামুন,বাটিকামারী ইউপি চেয়ারম্যান ইবাদত মাতুব্বর, নির্বাহী পরিচালক বি আই ডব্লিউ টি মোঃ সেলিশ শেখ প্রমুখ।

সহকারী অধ্যাপক নিউরো ইউরোলজি বিভাগ উত্তরা ঢাকা ডাক্তার মোশাররফ হোসেনের, নেতেৃত্বে ২৫ বিশেষজ্ঞ ডাক্তারা অধ্যাপক ডাঃ সাব্বির আহম্মেদ খান, অধ্যাপক ডাঃ রাশিমুল হক রিমন ,অধ্যাপক ডাঃ ডিএম মহিদুজ্জামান (টনি),অধ্যাপক ডাঃ দিবাশিস বিশ্বাস,ডাঃ নাজমা পারভিন শাম্মী ডাঃ হাফিজা আকতার,ডাঃ জাফর আহমেদ,ডাঃ মইনুল হাসান,ডাঃ আব্দুল্লাহ আল মারুফ,ডাঃ গোলাম ভার্মা ডাঃশাহা নিজামউদ্দিন শাওন, ডাঃ সুলতানা রাশিদা,ডাঃ রায়হান ইসলাম শোভন, ডাঃ মোঃ মোশাররফ হোসেন ডাঃ সবুজ বিশ্বাস ,ডাঃ জিয়াদ হোসেন, ডাঃ অনিমা সরকার ডাঃ রুহুল আমিন, ডাঃ আরিফ রায়হান ডাঃ আহসান মোহাম্মাদ হাফিজ,ডাঃ আবুল হোসেন ,দেবাশিষ ঘোষ তপু,তাসমিনা আবেদ,ডাঃশান্তা ফাহিমিদা হক,। ১৩টি বিভাগে চিকিৎসাসেবা দেন।কিডনী ও ইউরোলজি, মেডিসিন ইউরোলজি বিভাগ, প্যাষ্ট্রো এন্ট্রোলজি বিভাগ,সার্জারী ওক্যান্সার বিভাগ,অর্থোপেডিক সার্জারী,শিশু রোগ বিভাগ, নিউরো মেডিসিন ও নিউরো সার্জারী বিভাগ, কার্ডিওলজি বক্ষব্যাধি বিভাগ,চক্ষু বিভাগ,ডায়াবেটিস বিভাগ, নাক.কানও গলা বিভাগ র্চম ও যৌন বিভাগ মুকসুদপুর উপজেলা প্রত্যান্ত গ্রামের মানুষের বশেষায়িত বিভিন্ন রোগের রোগীদেরকে সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা ও বিনামুল্যে ঔষধ দেন।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি মেডিক্যালে ভর্তির ফি ৩ লাখ টাকা বেড়েছে
পরবর্তী নিবন্ধশেষ ম্যাচ হেরেই বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশের মেয়েরা