মুকসুদপুরে হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে থানা পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে মুকসুদপুর থানার অফিসার ইনচার্য মো: আবু বকর মিয়া উদ্ধার করা ৪টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন। এসময় মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল আজিজ শেখসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিক মুক্তা বেগম, সৌরভ সাহা, বশির শেখ, জবেদা বেগম উপস্থিত ছিলেন। মুকসুদপুর থানার এ এস আই শফিকুল ইসলাম সাধারণ ডায়েরির প্রেক্ষিতে এসব মোবাইল উদ্ধার করেছেন।

এ এস আই শফিকুল ইসলাম জানান, মুকসুদপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে- এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একইদিনে ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। মুকসুদপুর থানার অফিসার ইনচার্য মো: আবু বকর মিয়া জানায়, সম্প্রতি মুকসুদপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত কয়েকমাসে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ফোনগুলো চুরির সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে জেনিথ ইসলামী লাইফের সুধী সমাবেশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-মার্কিন জনগণের কাজের সুযোগ তৈরিতে আগ্রহী যুক্তরাষ্ট্র