হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি নামক স্থানে সোমবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৪ জন নিহত ও নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে । মারাতœক আহতদের রাজৈর, ফরিদপুর ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমড়াকান্দি নামক স্থানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৮৬৮১) বিপরীত দিক থেকে আসা বরিশাল গামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৮৩৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সমুখ ভাগ দুমড়েমুচড়ে চুর্ন বিচুর্ন হয়ে যায়। এসময় ঘটনাস্থলে বিআরটিসি বাসের ড্রাইভার আবুল হোসেন শিকদার (৪৫) অজ্ঞাত নামা (৪০) মারা যায়। পরে রাজৈর হাসপাতালে নেয়ার পর বরগুনার আমতলীর জব্বার মিয়ার ছেলে কাওছার (১২) ও ভোলা জেলার মুন্নি আক্তার (১৮) মারা যায় । এ ঘটনায় নারী সহ কমপক্ষে ৪০জন যাত্রী আহত হয়েছে । মারাতœক আহত সামছুর নাহার (৬০), করিম (৪০), রাসেল (১৮) জলিল (৫০), আলতাপ (৫৫), রফিকুল (৬০), করিম শেখ (২০), আকাশ (৩০), কুদ্দুস (৩২) আজিজকে (৬০) রাজৈর হাসপাতালে ভর্তি ও গুরুতর আহতদের ফরিদপুর ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । দুর্ঘটনার পরে জলিরপাড় ফাড়িঁর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, ভাঙ্গা হাইওয়ের পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় । জলিরপাড় ফাড়িঁর ইনচার্জ শাহ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয় । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।