পপুলার২৪নউিজ হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে গৃহবধূ এসিড দগ্ধ হয়েছে । আহত ওই গৃহবধূর নাম লাকী বেগম পুনু। সে উপজেলার নাওরা কদমপুর গ্রামের নেছার শেখের স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, লাকী বেগম সোমবার রাত সাড়ে ১২ টার দিকে প্রকৃতি ডাকে সাড়া দিলে ঘর থেকে বের হলে র্দুবৃত্তরা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় লাকী শরীরে বিভিন্ন স্থানে পুড়ে গেলে প্রথমে মুকসুদপুর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, লাকী বেগম বিভিন্ন এনজিও থেকে টাকা তুলে গ্রামের বিভিন্ন লোকের কাছে চড়া সুদে টাকা ধার দেন। অনেকে সুদের টাকা দিতে পারছে না বিধায় এসিড ছুড়তে পারে। তবে বিষয়টি রহস্যজনক মনে হয়। এ বিষয়ে লাকী বেগমের স্বামী নেছার শেখের সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি জানায়, তার স্ত্রীকে দুর্বৃত্তরা এসিডে ঝলছে দিয়েছে। মুকসুদপুর ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর ম্যানেজার প্রশান্ত সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, সুদের টাকা দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানায়, বিষয়টি আমার জানা নেই অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।