মুকসুদপুরে সীমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

 

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সীমা আক্তারের নৃসংস হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গেড়াখোলা বিশ্বরোড সংলগ্নস্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ২৯ নভেম্বও ঢাকার কাফরুল থানা এলাকায় সীমা আক্তারের স্বামী আশিকুর রহমান নাহিদ নৃসংস ভাবে ছুরিকাঘাতে হত্যাকরে পেটরুল দিয়ে লাশ আগুনে জালিয়ে দেয়। পরে সীমা আক্তারের পিতা আয়ুবালী শেখ বাদী হয়ে ৭জনকে আসামী করে কাফরুল থানায় মামলা দায়ের করে। মামলায় মোট ৭ আসামীর মধ্যে ৬জন গ্রেফতার হয়েছে। এই নৃসংস হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন করে সীমার পরিবার ও এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউপি সদস্য বাচ্চু মিয়া, স্থানীয় গাজী আমিনুল, শেখ শাহারিয়ার কিরন, সাইফুল ইসলাম, ডা: ওহিদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সীমা আক্কারের চাচাতো ভাই শফিক শেখ। এসময় বক্তারা বলেন মামলার ৬জন আসামী গ্রেফতার হয়েছে বাকী একজনকে গ্রেফতার করে তাদের সর্বচ্চ সাস্থি ফাঁসি হলে এরকম নৃসংস হত্যাকান্ডের হার কমেযাবে।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলাম নাহিদ করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধ১৬৪২ রোহিঙ্গা ভাসানচরে