মেহের মামুন,মুকসুদপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
মুকসুদপুর উপজেলার পৌরসভা এবং ১৬ টি ইউনিয়নে মোট ২৬৭টি পূজা ম-পে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পুরোদমে। মাত্র কয়েকটা দিন পরই শুরু হবে এই উৎসব। প্রতিমা ও পূজা ম-প তৈরী এবং সাজসজ্জার শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে মন্দিরে। ধর্মাবলম্বীদের ঘরে ঘরে শুরু হয়েছে উৎসবের আমেজ। উৎসবকে কেন্দ্র করে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুকসুদপুরের আইনশৃঙ্খলা বাহিনী।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন করে সাজানো হচ্ছে ধর্মীয় স্থান-মন্দির। মুকসুদপুর উপজেলার পৌরসভা এবং ১৬টি ইউনিয়নে বিভিন্ন গ্রামে মোট ২৬৬টি পুজা মন্ডপে চলছে মৃৎশিল্পদের প্রতিমা গড়ার ব্যস্ত সময়। আর মন্দিরের প্রতীমাগুলোকে সাজানো হচ্ছে বাহারি রঙে প্রতিকী চিত্রে।
মুকসুদপুর সদর মন্দির, কমলাপুর বৈরাগির আখড়া, কমলাপুর নিতাই দত্তর বাড়ি, কৃষ্ণাদিয়া বারইপাড়া বটতলা সার্বজনীন দূর্গামন্দির, সালিনাবক্স পশ্চিমপাড়া, দাসেরহাট ভ্রমর গ্রাম সার্বজনিন দূর্গামন্দির, জলিরপাড় বাজার মন্দিরে দেখাগেছে নতুন সাজের সমাপনী আয়োজন। দিনে-রাতে এসব এলাকায় বইছে উৎসবমুখর পরিবেশ।
এ ব্যপারে মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, পূজার প্রস্তুতি থেকে প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনাসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোন মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সতর্ক রযেছে পুলিশ। মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তায় একটি আনসার দল দায়িত্ব পালন করবে।
দূর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মুকসুদপুর পুজা উৎযাপন কমিটির সভাপতি শ্যামল কান্তি বোস জানান সকল ইউনিয়নের উদযাপন কমিটির সভাপতিদের নিয়ে আলোচনা সভা করেছেন। সভায় দুর্গাপুজার সময় নিজ নিজ এলাকার সকল মন্দিরের নিরাপত্তা এবং পুজা অর্চনার কাজ সঠিকভাবে পালনে মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।
উল্লেখ্য্যআগামী ২৭ শে সেপ্টেম্বর থেকে ষষ্ঠি পুজা শুরু হয়ে ৩০ শে সেপ্টেম্ব বিজয় দশমী পুজার মধ্যে দিয়ে দুর্গাপুজা আনুষ্ঠাকিতা শেষ হবে।