মুকসুদপুরে মেধাবী ও অস্বচ্ছল শীক্ষার্থীদের বৃত্তি প্রদান

দেলোয়ার হোসেন মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নিজ তহবিল থেকে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের আয়োজন করে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মোহাম্মাদ মারুফ খানের সভাপতিত্বে বিশষে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাক্ষ আবুল হোসেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসা আব্দুল হামিদ ভ’ইয়া।সভায় বক্তব্য রাখেন শেখ ফজিলাতুনেছা মহিলা সিঃ মাদ্রসার অধ্যাক্ষ মাওলানা খ,ম শাহদৎ হোসাইন মিজান, এস,জে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শুনিল কুমার ম-ল প্রমুখ। সভা সঞ্চলয়না করেন প্রধান শিক্ষক শওকত হোসেন। এসময় কলেজের শিক্ষার্থীদের ৪হাজার মাধ্যামিক স্কুলের শিক্ষার্থীদের ৩ হাজার করে মোট ৮৫জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করে।

 

পূর্ববর্তী নিবন্ধকে এই সেনাপ্রধান গণহত্যাকারীর মূল হোতা 
পরবর্তী নিবন্ধজগন্নাথপুরে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার