মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা ভাইরাস ও দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় যে সকল কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যা আছে মুকসুদপুর পৌরসভা মানবিক সহায়তা কর্মসুচি বাস্তবায়ন উদ্যোগে সে সকল কর্মহীন লোকদের দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালায় তাদের তালিকা করে ২শ৭১টি পরিবারের তালিকা করে ।২৮ এপ্রিল মুকসুদপুর মর্ডেল সরকারী এস,জে উচ্চ বিদ্যালয় মাঠে মুকসুদপুর পৌরসভার অতিদরিদ্র কর্মহীন ২শত ৭১টি পরিবারের মধ্যে ২০কেজি চাউল সহায়তা হিসেবে বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া উপজেলা প্রানীসম্পদ ট্যাক অফিসার ডাঃ সচিন্দনাথ বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন,সাংবাদিক ছিরু মিয়া মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলার আনোয়ার হোসেন মুন্সী,সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্লা,মুকসুদপুর পৌর কাউন্সিলার মোঃ জাকির হোসেন, শরিফুল ইসলাম আমির ,নিয়ামত খান,মহিলা কাউন্সিলার মোসাঃ হোসনেয়ারা ,রমেচা বেগম প্রমূখ। ট্যাক অফিসারে মাধ্যমে পৌরসভা অতিদরিদ্র কর্মহীন অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে অনুরুপভাবে চাউল বিতরন করা হয়েছে।