মুকসুদপুরে বৃক্ষরোপনে সুবিধাভোগিদের মাঝে অর্থ বিতরণ

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জর মুকসুদপুরে পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি উৎপাদন মূখী কর্মসুচী পিইপি সংগঠিত সমিতির সদস্যদের মধ্যে বৃক্ষরোপনে সুবিধাভোগীদের মাঝে তাদের অংশীদারীত্ব সদস্যদের মাঝে টাকা বিতরণ করা হয়েছে। ২৮ নভেম্বর সকালে উপজেলার ফারুক খান মিলনায়তনে এক অনুষ্ঠানে সুবিধাভোগির মাঝে চেক বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলীর সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি গোপালগঞ্জের সহকারি পরিচালক আবদুল মুন্নাফ শাহ, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাব সহসভাপতি ছিরু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার বাসুদেব সরকার। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে ৯৯ জন সুবিধাভোগীর মাঝে, প্রতিজনের মধ্যে ১৩ হাজার ৫শ ৪৪ টাকা করে মোট ১৩ লাখ ৪০ হাজার ৯শ টাকা বিতরণ করা হয়।
পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার আরও জানান পশারগাতী ইউনিয়নের একটি রাস্তায় ২০০১ সালে বৃক্ষরোপন করে ছিল পিইপি সদস্যরা। চলতি বছর ওই রাস্তার গাছ বিক্রি করা হয় ২৪ লাখ ৩৮ হাজার টাকা। এর মধ্যে সমিতির সদস্য সুবিধাভোগীরা ৫৫ শতাংশ হারে টাকা গ্রহণ করলো। এছাড়া বাস্তবায়নকারি সংস্থা পিইপি পেল ২০ ভাগে ৪লাখ ৮৭ হাজার টাকা, বৃক্ষরোপন তহবিলে ১০ ভাগ টাকা, বন অধিদপ্তরে পাবে ১০ ভাগ,এবং পশারগাতী ইউনিয়ন পেয়েছে শতকরা ২ ভাগ।

 

পূর্ববর্তী নিবন্ধহাফিজ-খোকনের জামিন মঞ্জুর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড কুমিরা সোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১