মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :
“ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ” এই স্লোগান কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০১৮ পালিত হয়েছে। বুধবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলানায়তনে এসে শেষ হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাহমুদুর রহমানের পরিচালনায় র্যালীতে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মনিমউল হাবিবসহ কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহন করে। পরে দিনব্যাপি বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা করা হয়। দিনব্যাপি শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা করা হয়।