সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ “জলাতঙ্কে মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। বুধবার ( ২৮ সেপ্টেম্বর ) সকালে মুকসুদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মুকসুদপুর থানার এস আই শুভ্রজিৎ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ডা. দ্বীপ সাহা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।