মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মবিরতী পালন করছে। ১ জানুয়ারী সোমবার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৪ দফা দাবিতে কর্মবিরতির ঘোষনা দেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মকর্তারা। মুকসুদপুর হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মকর্তা জাকির হোসেন জগলুর পরিচালনায় বক্তব্য রাখেন কাউছার আহমেদ, শহীদ শিকদার, খোরশেদা মল্লিক, মাসুদ মোল্যা, জামাল শেখ, অপূর্ব কুমার শাখারী প্রমুখ। এসময় বক্তারা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার বাস্তবায়ন, “ টেনিক্যাল কাজ করি, টেকনিক্যার বেতন চাই” টেকনিক্যাল বেতনস্কেল ও পদমর্য়াদা সহ ৪দফা দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো টেকনিক্যাল বেতনস্কেল সহ পদমর্যাদা দিতে হবে, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মূল বেতনের ৩০% হারে দিতে হবে, প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য ১জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দিতে হবে। ১০% পোষ্য কোঠা দিতে হবে। এসময় বক্তারা আরো বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতি চলবে।