মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার বণিক সমবায় সমিতির নিবন্ধনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বনগ্রাম বাজার মাঠে বনিক সমিতির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। নিবন্ধনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন ভুইয়া৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা সমবায় অফিসার সুমনা বিশ্বাস, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া, গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য সালাউদ্দীন মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, মহারাজপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুন্সী ফারুক হোসেন, বনগ্রাম বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম শেখ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বনগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বনগ্রাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু। বনগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন তার বক্তব্যে বলেন বাজার বণিক সমিতির সকল সদস্যদের প্রচেষ্টায় আমরা সমিতির নিবন্ধন পেয়েছি। বাজারের সার্বিক নিরাপত্তার জন্য প্রায় তিন লাখ টাকা ব্যায়ে সিসি টিভির আওতায় আনা হচ্ছে।