মুকসুদপুরে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের ৪৬ নং কালি নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটা এবং অর্থ আত্ব সাথের অভিযোগ উঠেছে। অভিযোগ দেখাগেছে বিদ্যালয় প্রাঙ্গনের ১৮টি মুল্যবান কাঠের গাছ কেটে বিক্রি করে ফেলা হয়েছে। এছাড়া স্লিপের চল্লিশ হাজার টাকা সহ অনুমান লক্ষাধিক টাকার আত্বসাৎ করেছে। সভাপতি দুলাল কৃষ্ণ মন্ডলের যোগ সাজসে প্রধান শিক্ষক নানা ধরনের দুর্ণীতি করে বলে এলাকার ভুক্তভোগি জনগনের দাবি। এলাকাবাসীর দাবি স্কুলে সঠিক ভাবে শিক্ষাদান আর দূর্ণীতির তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হোক ।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান শিক্ষক ও সভাপতি বিষয়টি এড়িয়ে যান এবং তারা জানান এবছর এখনো স্লিপের টাকা পাইনি।

 

পূর্ববর্তী নিবন্ধআবরারের রক্ত বৃথা যাবে না: বিএনপি
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা মা-মেয়েকে গলা কেটে হত্যা