মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
মুকসুদপুর উপজেলার ১৯৯ টি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিলর নির্বাচন । রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয় প্রতিটি স্কুলে। প্রতিটি স্কুলে ১২জন করে কাউন্সিলর নির্বাচনে অংশ গ্রহন করছেন এর মধ্যে ৭জন নির্বাচিত হবেন।
সকাল ১১টার সময় ২ নং কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন পর্যবেক্ষন করেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন। বিদ্যালয় প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা যানান উৎসব মুখোর পরিবেশে ভোট প্রদান করেছে শিক্ষার্থীরা।
মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১৭৭নং বিকে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ৯টার সময় দেখা যায় ছাত্র-ছাত্রীরা লাইনে দাড়িয়ে আছে তাদের পছন্দমত প্রাথীদের ভোট দেওয়ার জন্য । বিকে স্কুলের প্রধান নির্বাচন কমিশনের দায়িত পালন করে পিয়াল কুমার বিশ্বাস , নির্বচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নাহিদ মোল্লা, পলিং অফিসার শাহারা খাতুন, ও তমা রানী , এরা সবাই ৫ম শ্রেনীর শিক্ষার্থী । যারা নির্বাচিত হবেন তাদের মধ্যে দপ্তর ভাগ হয়ে পানি সম্পদ, পুস্তক ও লিখন সামগ্রীক, স্বাস্থ্য, বৃক্ষ রোপন ও বাগান তৈরি, ক্রীড়া ও সংস্কৃতিক, অভ্যর্থনা ও আপ্যায়ন , পরিবেশ সংখ্যান ।
অন্য দিকে প্রতি বিদ্যালয়ের শিক্ষকগণ নির্বাচনের দিকনির্দেশনা এবং আইন শৃংখলার দায়িত্ব পালন করছেন । মুকসুদপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, ও সিহাব খান জানান গত ১১-১৩ ই ফেব্রুয়ারী পর্যন্ত নমিনেশন ফরম পুরনের কাজ হয়েছে এছাড়া প্রতিটি স্কুলের ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন এবং নির্বাচন চলবে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ।