মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি: খান্দারপাড়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার একজন আসামী গ্রেফতার করেছে পুলিশ। মুকসুদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন ২১ মে বৃহস্পতিবার পুলিশের নিয়মিত অভিযানে বহুগ্রাম ইউনিয়নের বলনারান বাজার থেকে ওই মামলার এজহারভুক্ত ১১ নং আসামী শাওন মুন্সী (২৫) পিতা হাসু মুন্সীকে সকাল সাড়ে ১১ টার দিকে বলনারায়ন বাজার থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শওকত হোসেন জানান পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা হলে পুলিশকে সে নিজের নাম ঠিকানা গোপনসহ নানাবিধ বিভ্রান্ত্রিকর তথ্যদেয়। এজাহার সুত্রে জানাগেছে গ্রেফতারকৃত আসামী শাওন মুন্সী গত ৯ মে সন্ধ্যায় পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের সময় তার হাতে থাকা লাঠি দিয়ে পুলিশের কনেষ্টবল নুর হোসেন সম্রাটকে পিটিয়ে গুরুতর যখম করে এবং আসামী ছিনতাইয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে। মামলার তদন্ত কারি কর্মকর্তা আরও জানান শাওন মুন্সীকে গ্রেফতার করার পরে সে নিজের নাম ঠিকানা গোপনসহ পুলিশকে নানান রকমের বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে । যাতে পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্ত তার আচরণে একবার মাত্র সন্দেহ হওয়ায় তার বিষয়ে প্রকাশ্য ও গোপনে অনুসন্ধানে সে এই মামলার ১১ নং আসামী নিশ্চিত হই। এর পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। তিনি আরও জানান বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে ওই ঘটনার দিনে আরও অজ্ঞাত নামা আসামীদের নাম ঠিকানাসহ হাতকড়া নিয়ে পালিয়ে থাকা আসামীর সন্ধান পাওয়া যেতে পারে।