মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২১ উপলক্ষে ১২ ডিসেম্বর উপজেলা প্রশাসন সভাকক্ষে গোপালগঞ্জ জেলার মুকসদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া৷অনুষ্ঠানের শুরুতেই উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তেরর সহকারী প্রোগ্রামার আব্দুল বাতেন মোল্যা বর্তমান সরকারের ডিজিটাল সংক্রান্ত বিষয়ে তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শেখ আলাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবৃদ মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সচিন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান, প্রমূখ। পরে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।