মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জপ্রতিনিধি,পপুলার২৪নিউজ:গোপালগঞ্জের মুকসুদপুরে ধান বোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছে। ১৬ মে মঙ্গলবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার কমলাপুর আগারীর মোড়ে ট্রাক (ঢাকা মেট্রো -ট ১৬০৭২৬) উল্টে এই সড়ক দূর্ঘটনা ঘটে। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতরা হলো সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চেচুনিয়া গ্রামের মৃত: আফসার সরদারের ছেলে ইবাদুল সরদার (৩০), একই গ্রামের আব্বাস সরদারের ছেলে ইমান হাসান (২৩), আনো মিয়ার ছেলে আমজেদ মিয়া (৬০)। আহতরা হলো আমজেদ (৬০), বজলুর (৫৫), মাহাবুর (৩০), আশরাফুল (২৫), লতিফ (৪০), মনিরুল (৪০), রেজাউল (৫৪), আহম্মেদ আলী (৪০), নুরুল ইসলাম (৫৫), মনিরুল ইসলাম ((৩০), রবিউল (৩৩) আহতরা প্রত্যেকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চেচুনিয়া গ্রামের বাসিন্দা। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও তরুন মন্ডল জানান ২ জন নিহত হয়েছে এবং এদের মধ্যে গুরুতর আহত ৪জন কে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিক্যালে প্রেরণ করা হয়েছে বাকী ৭জন মুকসুদপুর হাসপাতালে ভর্তি রয়েছে। মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত জাফর মিয়া জানান নিহত ৩জনকে তাদের গ্রামের বাড়ীতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ট্রাকে থাকা আহত হযরত আলী জানান আমাদের ট্রাকে ১৯০ বস্তা ধান ছিল । আমরা মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর প্রায় ২৫ দিন ধরে ধান কাটার কাজ করে আজ গ্রামের বাড়ির উদ্দ্যেশে রওনা হলে পথিমধ্যে এই দুর্ঘটার শীকার হই।